ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এইচএসসির পঞ্চম দিনে অনুপস্থিত ৩৭১২ জন, বহিষ্কার ১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৮ ডিসেম্বর ২০২১  
এইচএসসির পঞ্চম দিনে অনুপস্থিত ৩৭১২ জন, বহিষ্কার ১

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার পঞ্চম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক জনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৭১২ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬ জন।

বুধবার সকালে হয় রসায়ন (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৯৮০ জন, চট্টগ্রাম বোর্ডে ২২২ জন, রাজশাহী বোর্ডে ৭৪২ জন, বরিশাল বোর্ডে ২৩৪ জন, সিলেট বোর্ডে ১৪৯ জন, দিনাজপুর বোর্ডে ৫৩৪ জন, কুমিল্লা বোর্ডে ৩৩৬ জন, ময়মনসিংহ বোর্ডে ২০৬ জন এবং যশোর বোর্ডে ৩০৯ জন।

বিকেলে শিশু বিকাশ প্রথমপত্র এবং উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা হয়। এতে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ৩ জন, বরিশাল বোর্ডে ১ জন এবং দিনাজপুর বোর্ডে ২ জন।

ইয়ামিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়