ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঙ্গলবার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ১৫ জুলাই ২০২৪  
মঙ্গলবার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের সব বিশ্ববিদ্যালয়ে দুপুর ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রধান গেইটের পাশে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে বহিরাগত এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের ওপর হামলা চালানো হলো। এই ঘটনার নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

/এনএইচ/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়