ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিজারেই মাত সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ (ভিডিও)

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিজারেই মাত সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ (ভিডিও)

বাজরাঙ্গি ভাইজান সিনেমার দৃশ্যে সালমান খান

বিনোদন ডেস্ক : প্রকাশ পেল বলিউড তারকা সালমান খানের বহুল প্রতীক্ষিত বাজরাঙ্গি ভাইজান সিনেমার টিজার। আর প্রকাশের পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে টিজারটি। সিনেমায় সালমানের চরিত্রটি আবারো দর্শকদের হৃদয় কেড়েছে।

টিজারটিতে দেখা যায়, সিনেমার গল্প শুরু হয় একটি পাকিস্তানি ছোট মেয়েকে দিয়ে যে কিনা ইন্ডিয়ার বর্ডারের কাছে এসে হারিয়ে যায়। তারপর মেয়েটির দেখা হয় একজন মহান হৃদয় ব্যক্তির সঙ্গে। তিনি আর কেউ নন স্বয়ং সালমান খান।   

এদিকে সিনেমায় সালমান বাজরাঙ্গি (হনুমান) দেবতার ভক্ত। তিনি মেয়েটিকে তার দেশ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর কারণে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাকে। অবশ্য শেষ পর্যন্ত মেয়েটিকে ফিরিয়ে দিতে সক্ষম হন তিনি। সিনেমাটিতে সালমানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। যিনি একজন বাহ্মণ মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

ধারণা করা হচ্ছে বাজরাঙ্গি ভাইজান সিনেমার মাধ্যমে ভক্তদের আরো একটি সুপার হিট সিনেমা উপহার দিতে চলেছেন সালমান। সিনেমাটিতে সালমান এবং কারিনা কাপুরের পাশাপাশি আরো অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী সহ অনেকে।

বাজরাঙ্গি ভাইজান পরিচালনা করেছেন কবির খান। প্রযোজনা করেছেন সালমান খান এবং রকলিন ভেঙ্কটেশ। আগামী ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

 

বাজরাঙ্গি ভাইজান সিনেমার টিজার :

 





রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৫/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়