ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডের সেরা সাত আলোচিত শাড়ি

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৬ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বলিউডের সেরা সাত আলোচিত শাড়ি

অহ নওরোজ : পোশাকে  উপমহাদেশের সবচেয়ে বড় ঐতিহ্য নারীর শাড়ি। শাড়ির চল যুগে যুগে বদলালেও বদলায়নি শাড়ি পরার চাহিদা কিংবা তীব্র আকাঙ্ক্ষা। শুধু তাই নয়। এই উপমহাদেশের সিনেমাগুলোতেও শাড়ির আবেদন চিরসজীব হয়ে আছে।

 

আর অনেক সময়ই দেখা গিয়েছে- কোনো কোনো চলচ্চিত্রে শাড়ি পরার স্টাইল এমন জনপ্রিয় হয়েছে যে, তা সেই সময়ের ট্রেন্ড হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই অভিনেত্রীও হয়ে উঠেছেন দর্শকের চোখের মনি।

 

বলিউডের চলচ্চিত্রগুলোর উপরে জরিপ চালালে এমন অনেক ঘটনাই দেখা যায়। তাই বিভিন্ন সময় যুগের ফ্যাশনে হিড়িক ফেলা বলিউডের আলোচিত সাত শাড়ি নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

 

আজ কাল তেরে মেরে পেয়ার কে চারচে : বলিউডের অন্যতম ফ্যাশন আইকন বলা হয় অভিনেত্রী মুমতাজকে। অধিকাংশ চলচ্চিত্রেই তিনি দর্শকের সামনে উপস্থিত হতেন একেবারে ভিন্নভাবে। শাড়িতেও যে ফ্যাশন তৈরি করা যায়, এটা তিনি প্রথম প্রমাণ করেছিলেন। কারণ ১৯৬৮ সালে মুমতাজ অভিনীত ‘ব্রহ্মচারী’ চলচ্চিত্রে ‘আজ কাল তেরে মেরে পেয়ার কে চারচে’ গানে সোনালি পাড়ের কমলা শাড়ি ওই যুগের হাওয়ায় আলাদা পরিবর্তন এসেছিল। চলচ্চিত্রটি মুক্তির পর সাধারণ মানুষের মধ্যে মুমতাজ স্টাইলে ওই শাড়ি পরার হিড়িক লেগে গিয়েছিল। যার কারনে চলচ্চিত্রটিও হয়েছিল সুপার ডুপার হিট।

 

 

ধাক ধাক কারনে লাগা :  ‘ধাক ধাক কারনে লাগা’ গানে মাধুরী দীক্ষিত উপস্থিত নতুন ঢঙে শাড়ি পরে। বেটা সিনেমার এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মনে সাড়া পড়ে। ব্লাউজের ফ্যাশনে এসেছিল নতুন চল। জনপ্রিয়তার দিক থেকে গানটিও পেয়েছিল ভিন্ন মাত্রা। মজার ব্যাপার হলো, কমলা রঙের শাড়িটি শুটিংয়ের পর চুরি হয়ে গিয়েছিল।

 

 

দিদি তেরা দেবর দিওয়ানা : সালমান খান ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘হাম আপকে হ্যায় কোন’ সিনেমার ‘দিদি তেরা দেওর দিওয়ানা’ গানের মাধ্যমে মাধুরী শাড়ির স্টাইলে নতুন মাত্রা যোগ করেন। কারণ গানটিতে মাধুরী পরিহিত সোনালি কারুকাজের বেগুনি রঙের শাড়িটি সব দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই গানটির সাথে সাথেও সিনেমাটিও  হিট হয়।

 

 

তেরি ওর : ‘সিং ইজ কিং’ সিনেমার ‘তেরি ওর’ গানে ক্যাটরিনা কাইফকে দেখা যায় কালো শাড়িতে। গানটি মুক্তির খুব অল্প সময়ের মধ্যেই ভারতের বিভিন্ন শপিংমলে এই শাড়ির চল দেখা যায়। লাল পেড়ে কালো নেটের এই শাড়ি এবং গানের কারনে সিনেমাটি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, তেমনি ক্যাটরিনাও সে বছর পেয়েছিলেন সেরা গ্লামার কন্যার খেতাব।

 

 

দেশি গার্ল : দোস্তানা সিনেমার ‘দেশি গার্ল’ গানটি মুক্তির পরপরই প্রিয়াঙ্কা চোপড়া দর্শকদের মধ্যমণি হয়ে উঠেছিলেন। কারণ গানটিতে ব্যবহৃত রুপালি রঙের শাড়ি ও ব্লাউজ এবং এটা পরার স্টাইল খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। এক গানের কারনেই  ব্যবসায়িকভাবে সাফল্য পায় চলচ্চিত্রটি। এরপর তরুণীদের মধ্যে এই স্টাইলে শাড়ি পরা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল।

 

 

চাম্মাক চাল্লো : ব্যবসা সফল  আলোচিত চলচ্চিত্র রাওয়ানের বিখ্যাত গান চাম্মাক চাল্লো সে বছর সব চেয়ে বেশি প্রচারিত গান হওয়ার খ্যাতি অর্জন করে। শুধু তাই নয়, এই গানের কস্টিউম এবং প্রপসগুলোও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিল। বিশেষ করে কারিনার পরনে লাল শাড়ি এবং এর কারুকাজ  ফ্যাশন সচেতন দর্শকদের মধ্যে আলাদা সাড়া ফেলেছিল। গানটির এই শাড়ি নিয়ে বিভিন্ন সমাজে আলোচিতও হয়েছিল।

 

 

বেত্তমিজ দিল : ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার বাত্তামিজ দিল গানটি মনে করলেই চোখের সামনে ভেসে ওঠে দীপিকা পাডুকোনের সেই নীল রঙের শাড়িটি। গানটি মুক্তি পাওয়ার পর ইন্ডিয়ায় শাড়ি পরার ঢং এবং রঙে আসে পরিবর্তন। গানটি ইউটিউবে সব চেয়ে বেশি সংখ্যকবার দেখা ইন্ডিয়ান গানের খেতাবও অর্জন করে। রঙের কম্বিনেশনের কারনে শাড়িটি ২০১৩ সালের সেরা শাড়ির খ্যাতি পায়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৬/অহ/শান্ত/মিথি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়