ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এক্সএক্সএক্স’ নিয়ে নার্ভাস দীপিকা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এক্সএক্সএক্স’ নিয়ে নার্ভাস দীপিকা

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। বলিউডের গণ্ডি পেরিয়ে এবার এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে এ অভিনেত্রীর। আর এই সিনেমার মুক্তিকে সামনে রেখে ভীষণ নার্ভাস দীপিকা।

 

এ সিনেমার মুক্তিকে সামনে রেখে প্রচারণা শুরুর জন্য ভারতের বাইরে গিয়েছেন দীপিকা। যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন চেন্নাই এক্সপ্রেস খ্যাত এ অভিনেত্রী।

 

দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। এটা আমার হলিউডে অভিষেক। আমি খুবই নার্ভাস এবং পাশাপাশি এক্সাইটেডও। আমাদের জার্নি শুরু হচ্ছে। আশা করছি, ভারতেও আসব।’

 

তিনি আরো বলেন, ‘প্রচারণার জন্য আমরা প্রথমে মেক্সিকো। সিনেমার মুক্তির ক্ষেত্রে আমরা প্রথমে ভারতে এটি মুক্তি দিব। শুটিংয়ের সময়ই আমি ইউনিটের সঙ্গে সিনেমাটি ভারতে প্রথমে মুক্তির বিষয়ে কথা বলেছিলাম এবং খুশি যে শেষ পর্যন্ত এটাই হচ্ছে।’

 

চলতি মাসে সিনেমাটি মুক্তির পর থেকে আন্তর্জাতিক শিল্পী হিসেবে পরিচিত হবেন বাজিরাও মাস্তানি খ্যাত অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকে একজন ভালো মানুষ এবং ভালো শিল্পী হিসেবে পরিচয় করাতে চাই। কিন্তু একই সঙ্গে এমন একটি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

 

‘আমি সত্যি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস সিনেমার কনটেন্ট আপনাদের অনেক পছন্দ হবে। সিনেমায় অনেক অ্যাকশন ও রোমাঞ্চকর দৃশ্য রয়েছে যা ভারতীয় সিনেমায় এর আগে দেখা যায়নি।’ 

 

দীপিকা পাড়ুকোন এবং ভিন ডিজেল ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নিনা ডোব্রেভ, টনি জা, স্যামুয়েল জ্যাকসন, ডোনি ইয়েন এবং রুবি রোজ। আগামী ১৪ জানুয়ারি ভারতে মুক্তি পাবে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি। তবে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি। একই দিনে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়