ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিরলেন সমু চৌধুরী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরলেন সমু চৌধুরী

সমু চৌধুরী

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। অভিমান করে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি মান ভেঙে অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘লেডি গোয়েন্দা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সমু। নাটকটি পরিচালনা করেছেন জি এম সৈকত। বুধবার (৫ জুলাই) রাত ৮ টা ৪৫ মিনিটে নাটকটি বৈশাখী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। আর এর মাধ্যমে দীর্ঘ তিন বছরের বিরতি ভাঙলেন সমু।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে সমু চৌধুরী বলেন, আমি অভিনয়ের মানুষ তাই বাকি জীবনটাও অভিনয়ের মাঝে থাকতে চাই। তবে এজন্য শিল্পী ঐক্যজোটকে ধন্যবাদ জানাই। কারণ শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব ও মহাসচিব জি এম সৈকত আমার যশোরের বাড়িতে গিয়ে আবার অভিনয়ে ফেরার বিষয়ে অনুপ্রাণিত করেন। তাদের অনুপ্রেরণায় আবার অভিনয়ে ফিরেছি।

ছোটবেলা থেকে নাট্যচর্চা শুরু করেন সমু। ১৯৮১ সালে যশোর উদীচী শিল্পগোষ্ঠীতে যোগ দেন তিনি। দীর্ঘ ৮ বছর উদীচীর সঙ্গে  জড়িত ছিলেন। তার অভিনীত প্রথম নাটক ‘সমৃদ্ধ অসীম’। এটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এর মাধ্যমে টিভি অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এ নাটকের মাধ্যমে সবার নজর কাড়েন সমু।

সমু অভিনীত উল্লখযোগ্য নাটক হলো- ‘না’, ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘জীনের বাদশা’, ‘পৃষ্ঠ’, ‘মা তুরাগ নদী’, ‘দূরের আকাশ’ প্রভৃতি। তার অভিনীত প্রথম সিনেমা আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’।  তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’,  ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’ প্রভৃতি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়