ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডন-থ্রি নিয়ে প্রযোজকের বক্তব্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডন-থ্রি নিয়ে প্রযোজকের বক্তব্য

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ডন। এর প্রথম দুই সিনেমার সাফল্যের পর ডন-থ্রি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। খুব শিগগির এর কাজ শুরু করবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রযোজক রিতেশ সিধওয়ানি।

ডন ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো প্রযোজনা করে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিতেশ। এ সময় ডন-থ্রি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো সিক্যুয়েল অথবা প্রিক্যুয়েল কিংবা তৃতীয় পার্ট, যেমন ধরুণ ডন, এখানে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি আমিও এর জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি কিন্তু আমি মনে করি আমাদের সঠিক চিত্রনাট্য খুঁজে বের করতে হবে।’

তিনি আরো বলেন, ‘যদি প্রশ্ন করেন, সিনেমাটি নির্মাণ হচ্ছে কিনা? এর উত্তর, হ্যাঁ। আমি সঠিক সময়টি বলতে পারব না। আমরা ডন-থ্রি নিয়ে খুব গুরুত্ব সহকারে ভাবছি এবং বিভিন্ন আইডিয়া এক করার চেষ্টা করছি। আমরা এটি নির্মাণ করব এবং আশা করছি খুব শিগগির।’

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ডন-টু। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করনে শাহরুখ। তবে এবার সিনেমায় কারা থাকছেন তা এখনো নিশ্চিত নয়। এর আগে এ প্রসঙ্গে ফারহান আখতার বলেছিলেন, ‘আমি এখনো কোনো চিত্রনাট্য তৈরি করিনি। তাই কে কে থাকবেন তা বলা খুব কঠিন। তবে শাহরুখ অবশ্যই থাকবেন। এছাড়া অন্যান্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এটি নির্ভর করবে চিত্রনাট্যতে কোন কোন চরিত্র থাকছে তার ওপর।’ 



রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়