ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্তুত ‘জমজ’, সুযোগ পেলে ঈদের দিনেও শুটিং

প্রকাশিত: ০৭:২২, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুত ‘জমজ’, সুযোগ পেলে ঈদের দিনেও শুটিং

জমজ নাটকের দৃশ্যে মোশাররফ করিম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত নাটক মানেই দশর্কদের বাড়তি আগ্রহ। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম ‘জমজ’। এ সিরিজ এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, প্রতিবছর এই নাটকের জন্য অপেক্ষা করেন দর্শক। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা মহামারির কারণে থেমে গেছে বিশ্ব। এর মধ্য দিয়ে দর্শক এই নাটকটি দেখতে পারবেন কি না তা এখনো অনিশ্চিত।

নাটকটির পরিচালক আবুল কালাম আজাদ। এ বিষয়ে জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‘জমজ’ নাটকের শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। লকডাউন তুলে নিলেই শুটিং শুরু করব। প্রস্তুত ‘জমজ’, সুযোগ পেলে ঈদের দিনেও শুটিং করব। আমি ও মোশাররফ করিম ভাই এতটাই সিরিয়াস। এমনো যদি হয় ঈদের পরদিন লকডাউন তুলে নিয়েছে আমরা ঈদের পরের দিনই শুটিং করব।’’

এবারের সিক্যুয়েলে করোনা বিষয় থাকবে কি না? উত্তরে তিনি বলেন, ‘‘জমজ’ নাটকে সবসময় কমেডি ছিল। এবারো নতুন গল্পে কমেডি থাকবে। করোনার মতো একটি বিষয় এতে রাখবো না।’’

১২তম সিক্যুয়েলের জন্য প্রস্তুত জমজ টিম। এই সিরিজের নাটকগুলোর প্রধান আকর্ষণ হলো দুই ছেলে একাব্বর ও নেকাব্বর এবং বাবা কদু আজাদ—এই তিন চরিত্রে মোশাররফ করিম একাই অভিনয় করেন। তিনজনের চরিত্র আবার তিন রকম। দুই ভাইয়ের মধ্যে একজন অতি সরল, আরেকজন অতি চালাক। এদিকে বাবা কৃপণ। টাকার বিষয়ে কথা উঠলে তিনি কানে না শোনার ভান করেন। এভাবেই হাস্যরসাত্মক গল্পে এগিয়ে যায় কাহিনি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়