ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অপূর্ব-তিশার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অপূর্ব-তিশার

তানজিন তিশা ও জিয়াউল ফারুক অপূর্ব (ফাইল ফটো)

ভিত্তিহীন সংবাদ প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মডেল-অভিনেত্রী তানজিন তিশা।

নাজিয়া হাসানের সঙ্গে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অপূর্ব। গতকাল রোববার এ খবর নিশ্চিত করেন এই দম্পতি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব-অদিতির বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রী তানজিন তিশার নাম ভেসে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে দেশের বেশ ক’টি সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে। মূলত সেই খবরের সূত্র ধরেই অপূর্ব-তিশা এই হুঁশিয়ারি দেন।

অপূর্ব তার ফেসবুকে লিখেন—অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি এবং অদিতি শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আইনগতভাবে আমাদের সম্পর্কের ইতি টেনেছি। কোন সংবাদমাধ্যম এই ব্যাপারটিতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেব। এরই মধ্যে প্রকাশিত কিছু সংবাদের লিংক সংগ্রহ করেছি।

সবার প্রতি অনুরোধ জানিয়ে অপূর্ব লিখেন—ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা, তীর্যক, মিথ্যা বানোয়াট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। এর মধ্যে রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ।

অন্যদিকে অপূর্ব-অদিতির বিবাহবিচ্ছেদের সঙ্গে নিজের নাম জড়ানোর খবরে বিস্মিত হয়েছেন তিশা। এ বিষয়ে তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এ অভিনেত্রী লিখেন—দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, কারণ এর কোনো সত্যতা নেই। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, এই মিথ্যা গুজব না ছড়ানোর। ভুয়া খবর ছড়িয়ে দেওয়াও একটি সাইবার অপরাধ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা লিখেন—আমি অনুরোধ করছি, এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এটি তার দ্বিতীয় বিয়ে। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে।

এর আগে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০১০ সালের ১৮ আগস্ট একটি নাটকের শুটিং করতে গিয়ে বিয়ে করেন তারা। কিন্তু রাজিব নামে এক যুবকের সঙ্গে প্রভার সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি এ সংসারের ইতি টানেন অপূর্ব।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়