ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা ভয়ে কাবু ‘আকবর’ টিম!

প্রকাশিত: ১১:০৬, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা ভয়ে কাবু ‘আকবর’ টিম!

সৈকত নাসির, ইয়ামিন হক ববি, ইমন

দীর্ঘ আড়াই মাস ধরে চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ ছিল। চলতি মাসে শুটিংয়ের অনুমতি দেয় সরকার। দু-একটি সিনেমার শুটিংও শুরু করা হয়। কিন্তু করোনা আতঙ্কের মধ্যে শুটিং করতে চাচ্ছেন না অনেকেই। এ তালিকায় রয়েছেন  ‘আকবর’ সিনেমার টিম।

করোনার প্রকোপ না কমা পর্যন্ত সিনেমার শুটিং শুরু করছেন না বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা সৈকত নাসির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। কিন্তু করোনার কারণে শুটিং শুরু করতে পারছি না। করোনার এই পরিস্থিতিতে কিভাবে শুটিং করবো। দুই দিনের শুটিং করেছিলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো।’

এদিকে করোনা ভয়ে শুটিং করতে নারাজ সিনেমাটির নায়িকা ইয়ামিন হক ববি। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আগে জীবন, তারপর জীবিকা। এখন পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে! মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে! মাস্ক পরে তো আর শুটিং করা সম্ভব নয়। শুটিং মানেই তো টিমওয়ার্ক, লোকের ভিড়। সুতরাং সিনেমার শুটিং এখন প্রায় অসম্ভব। কারণ স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। আমি মনে করি, আর কিছুদিন দেখে তারপর শুটিং শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ।’ 

‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন ইমন-ববি।চলচ্চিত্রটিতে উঠে আসছে রাজধানীর গ্যাং কালচার।সিনেমা হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম সিনেমা এটি। এরই মধ্যে ‘হিরো বা ভিলেন যে যাই বলে, আমি তো একাই আমার দলে’ শিরোনামে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটি সিনেমার টাইটেল সং। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সুদীপ কুমার দীপের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার গল্প লিখেছেন রণক ইকরাম। চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ রচনা করেছেন আসাদ জামান।

 

 

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়