ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুশান্তকে নিয়ে কৃতির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুশান্তকে নিয়ে কৃতির আবেগঘন পোস্ট

সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবনে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

রোববার (১৪ জুন) নিজের ফ্ল্যাটে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। এরপর থেকে চুপ ছিলেন কৃতি। অবশেষে ইনস্টাগ্রামে এই অভিনেতার সঙ্গে ছবিসহ একটি আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী।

কৃতি লিখেছেন, ‘সুস, আমি জানি তোমার অসাধারণ মনটিই তোমার সবচেয়ে ভালো বন্ধু ও খারাপ শত্রু। কিন্তু আমার এই ভেবে খারাপ লাগছে তুমি জীবনের এমন মুহূর্ত পার করছিলে যেখানে তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় সহজ মনে হয়েছে। এই মুহূর্ত পার করার জন্য তোমার পাশে যদি কেউ থাকত! তোমাকে যে ভালোবেসেছিল তাকে যদি দূরে ঠেলে না দিতে! তোমার মনের ভাঙা অংশ যদি জোড়া দিতে পারতাম। আমি পারিনি! আমার অনেক কিছুই ইচ্ছে করছে। আমার হৃদয়ের একটি অংশ তোমার সঙ্গে চলে গেছে। অন্য অংশ তোমাকে সবসময় জীবন্ত রাখবে। সবসময়ই তোমার সুখ চেয়েছি এবং আগামীতেও চাইব।’

‘রাবতা’ সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে কৃতির প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সোমবার (১৫ জুন) সুশান্তের শেষকৃত্যে হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন কৃতি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়