RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

গায়ের রং নিয়ে কটাক্ষ, জবাব দিলেন শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২০
গায়ের রং নিয়ে কটাক্ষ, জবাব দিলেন শাহরুখ কন্যা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রায়ই নিজের ছবি ভক্তদের জন্য শেয়ার করেন। অনেকেই তার প্রশংসা করলেও গায়ের রঙের জন্য কটাক্ষও শুনতে হয় তাকে।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সুহানা। এতে তার ছবিতে কয়েকজনের মন্তব্য তুলে ধরেছেন তিনি। একজন মন্তব্য করেছেন, ‘তিনি একদমই সুন্দর নয়। কবে এত ফর্সা হলেন? আমি বলতে চাইছি তার গায়ের রং খুবই কালো।’ অন্য একজন লিখেছেন, ‘এসেছে কালো ডাইনি।’ এখানেই শেষ নয়, অপর একজন লিখেছেন, ‘সার্জারি করানোর পরও তাকে পুরুষের মতো লাগছে।’

তার পোস্টের ক্যাপশনে এর জবাব দিয়ে সুহানা লিখেছেন, ‘এখন অনেক বিষয় ঘটছে কিন্তু এই সমস্যারও সমাধান হওয়া প্রয়োজন। এটি শুধু আমার জন্য নয়, প্রত্যেক উঠতি ছেলে-মেয়ে যারা কোনো কারণ ছাড়াই নিজেদের তুচ্ছ মনে করে বড় হন তাদের জন্য। এখানে আমার বাহ্যিক বিষয় নিয়ে কয়েকটি মন্তব্য তুলে ধরলাম। আমাকে বলা হয়েছে, গায়ের রঙের কারণে আমি দেখতে কুৎসিত। যখন আমার বয়স ১২, তখন থেকেই প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীদের কাছ থেকে এমন মন্তব্য শুনছি। সবচেয়ে বড় কথা এরা সবাই প্রাপ্তবয়স্ক, দুঃখজনক হলো আমরা সবাই ভারতীয়, স্বাভাবিকভাবেই আমাদের গায়ের রং বাদামী। হ্যাঁ, আমরা বিভিন্ন গোত্র থেকে এসেছি কিন্তু যতই চেষ্টা করুন নিজেকে মেলানিন থেকে দূরে রাখতে পারবেন না। নিজেদের মানুষকে ঘৃণা করার অর্থ আপনি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদি সামাজিক যোগাযোগমাধ্যম, ভারতীয় ম্যাচমেকিং অথবা আপনার নিজের পরিবার আপনাকে বুঝিয়ে থাকে যে, আপনি ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা ও ফর্সা না হলে সুন্দর না, তাহলে আমি দুঃখিত। আমি ৫ ফুট ৩ ইঞ্চি এবং বাদামী রঙের, এটি নিয়ে আমি খুশি। আপনাদেরও খুশি থাকা উচিত।’

বাবার পথ ধরে চলচ্চিত্রে পা রাখতে চান সুহানা। ইতোমত্যে প্রস্তুতিও শুরু করেছেন। নিউ ইয়র্কে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এছাড়া নাচও শিখছেন। শুধু তাই নয়, ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামের একটি বিদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সুহানা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়