ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধানুশের বাড়িতে বোমা আতঙ্ক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১৪ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৫৪, ১৪ অক্টোবর ২০২০
ধানুশের বাড়িতে বোমা আতঙ্ক

জনপ্রিয় তামিল অভিনেতা ধানুশ। এই অভিনেতার বাড়িতে বোমা রাখা হয়েছে— মঙ্গলবার (১৩ অক্টোবর) এমন খবর পেয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তী সময়ে জানা যায় এটি গুজব।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়ে, অপরিচিত একটি নম্বর থেকে পুলিশ কন্ট্রোল রুমে জানানো হয়, ধানুশের চেন্নাইয়ের অভিরামাপুরামের বাড়িতে বোমা রাখা হয়েছে। কল পেয়ে সঙ্গে সঙ্গে ধানুশের বাড়িতে ছুটে যায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি।

আরো পড়ুন:

এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এ ধরনের প্রতারণার কারণে খুব শিগগির অপরাধীকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

যদিও তামিল অভিনেতাদের বাড়িতে বোমা আতঙ্ক ছাড়ানোর এমন ঘটনা নতুন নয়। এর আগে অভিনেতা রজনীকান্ত, বিজয়, অজিত, সুরিয়ার বাড়িতে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দোষীদের গ্রেপ্তারও করে পুলিশ। এদের বেশির ভাগই মানসিক বিকারগ্রস্ত বলে জানা যায়।

ধানুশ ছাড়াও অভিনেতা-রাজনীতিবিদ বিজয়াকান্তের বাড়িতেও বোমা আতঙ্ক ছড়ানো হয়। পুলিশের ধারণা একই ব্যক্তি এই কাজ করেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়