ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মোটা বলায় তামান্নার ক্ষোভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:১১, ১২ নভেম্বর ২০২০
মোটা বলায় তামান্নার ক্ষোভ

অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন।

গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক গড়ন নিয়ে অনেকেই বিদ্রূপ করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তামান্না।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের চারপাশের মানুষ কতটা অসংবেদনশীল? যখন চিকিৎসা নিচ্ছিলাম সত্যিই অনেক ভয়ে ছিলাম। আমার মধ্যে সবসময় মৃত্যু ভয় কাজ করছিল। আমার কিছু উপসর্গ ছিল যেটির কারণে অতীতে অনেকের মৃত্যুও হয়েছে। তবে চিকিৎসকরা আমাকে সারিয়ে তুলেছেন। মা-বাবা আমার পাশে ছিলেন। সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ দিতে চাই। জীবন কত মূল্যবান বুঝতে পেরেছি।’

এই অভিনেত্রী বলেন, ‘চিকিৎসার সময় আমাকে অনেক ওষুধ নিতে হয়েছে। এজন্য একটু মোটা হয়ে গিয়েছিলাম। এরপর যখন ছবি পোস্ট করেছি অনেকেই মোটা বলেছেন। এর দ্বারা বোঝা যায়, কেউ কেউ আছেন যারা কখনোই মানুষ কী অবস্থায় আছে তা বিচার করবে না, তারা শুধু দোষ খুঁজবে।’

তামান্নার পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেক ও ‘দ্য নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে দেখা তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়