ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মামুনুর রশীদের কলমে ঢাকার ইতিহাস

প্রকাশিত: ১৭:০১, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৫২, ৬ জানুয়ারি ২০২১
মামুনুর রশীদের কলমে ঢাকার ইতিহাস

বরেণ্য নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। এখনো অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্য রচনার কাজ নিয়মিত করেন তিনি। এবার ‘জিন্দাবাহার’ নামে একটি ধারাবাহিক নাটকের গল্প লিখলেন। এতে ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস তুলে ধরেছেন।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ধারাবাহিকটি প্রচার হবে। এর প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। এরই মধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বিটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

ধারাবাহিকটি রচনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন মামুনুর রশীদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, শর্মীমালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনী প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়