ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রভাসের সিনেমার শুটিং সেটে ভয়াবহ আগুন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:১১, ৩ ফেব্রুয়ারি ২০২১
প্রভাসের সিনেমার শুটিং সেটে ভয়াবহ আগুন (ভিডিও)

দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের গোরগাঁওয়ের বাঙ্গুর নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু এদিন বিকাল সাড়ে ৪টার দিকে শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

শুটিং সেটের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—কিছু ভিএফএক্স দৃশ্যের শুটিং চলছিল। হঠাৎ শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা কেউ আক্রান্ত হননি। মুম্বাই ফায়ার ব্রিগেড এবং মুম্বাই পুলিশকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাই।

আরো পড়ুন:

জানা যায়, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুম্বাই ফায়ার ব্রিগেডের আটটি ফায়ার ইঞ্জিন ও পাঁচটি ট্যাংকার।  

ওম রাউত পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস, সাইফল আলী খান। কিন্তু প্রথম দিনের শুটিংয়ে তারা কেউ-ই অংশ নেননি। এটি যৌথভাবে প্রযোজনা করছেন—ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর।

 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়