Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৭ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২২ ১৪২৭ ||  ২১ রজব ১৪৪২

হুইলচেয়ারে কেন কপিল শর্মা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২১
হুইলচেয়ারে কেন কপিল শর্মা?

জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। বর্তমানে তার ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বিরতিতে আছেন তিনি।

এদিকে সোমবার (২২ ফেব্রুয়ারি) মুম্বাই বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছেন কপিল। এই সময় হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা গেছে তাকে। করোনা মহামারির কারণে তার মুখে মাস্কও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকে বেশ দুশ্চিন্তায় রয়েছে কপিল ভক্তরা।

সাধারণত নিজের বিভিন্ন বিষয় টুইট করে ভক্তদের জানিয়ে থাকেন কপিল শর্মা। তবে এ বিষয়ে এখনো কিছু জানাননি তিনি। যদিও ভক্তরা তার বিভিন্ন পোস্টে মন্তব্য করে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কপিল কেন হুইলচেয়ারে করে বিমানবন্দরে তা এখনো জানা যায়নি।

কিছুদিন আগে হঠাৎ করেই তার জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন কপিল। পরে জানা যায়, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন কপিল।

খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখতে চলেছে কপিল শর্মা। যদিও নেটফ্লিক্সে তার এই প্রজেক্ট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়