ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইলেন জুঁই, সঙ্গী মোশাররফ করিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১২:১৩, ৩ আগস্ট ২০২১
গাইলেন জুঁই, সঙ্গী মোশাররফ করিম

অভিনয়ের মানুষ হিসেবেই পরিচিত রোবেনা রেজা জুঁই। কিন্তু ‘হিন্দোল’ থেকে তিন বছর গানের তালিম নিয়েছেন, যা অনেকেরই অজানা। শুধু তাই নয়, প্রয়াত সংগীতজ্ঞ খালিদ হোসেনের কাছেও শিখেছেন গান। এবার প্রকাশিত হলো জুঁইয়ের প্রথম গান। ‘তোমায় ঘিরে সব’ শিরোনামের গানটি দ্বৈতভাবে গেয়েছেন জুঁই-জাসিউর রহমান সেতু।

স্নেহাশিস ঘোষের লেখা এ গানের সংগীতায়োজন করেছেন শেখ রেজোয়ান। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আর এই ভিডিওর চিত্রনাট‌্য রচনা করেছেন জুঁইয়ের বর অভিনেতা মোশাররফ করিম। এতে মডেল হয়েছেন—ফখরুল বাসার, মিলি বাসার, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। এটি নির্মাণ করেছেন বিকাশ সাহা।

আরো পড়ুন:

এ গান নিয়ে জুঁই বলেন, ‘ছোটবেলা থেকে গান গাই। পরিবারেও সেরকম আবহ ছিল। মাঝে হিন্দোল নামে একটি প্রতিষ্ঠানে গান শিখেছি। তারপর আর সেভাবে হয়নি। পড়াশোনার কারণে বিরতি নিতে হয়। কিন্তু গানটা নিয়মিত গাই। বন্ধুদের আড্ডায়, এমনকি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যেকোনো আয়োজনে গাওয়ার জন্য ডাক পড়তো। আড্ডা মারতে বসলেও বন্ধুরা অনুরোধ করতো গানের।’

সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পর প্রশংসা কুড়াচ্ছে জুঁইয়ের গায়কি।

গানটি দেখতে ক্লিক করুন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়