ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫ আগস্ট রাতে ‘হন্তারক’

প্রকাশিত: ১৪:৩৫, ৫ আগস্ট ২০২১  
১৫ আগস্ট রাতে ‘হন্তারক’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শ্রদ্ধা ও স্মরণ করা হয়। এ উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘হন্তারক’। সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল।

এ নাটক প্রসঙ্গে পরিচালক বলেন—বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো কালো অধ্যায় রচিত হয়েছে, তার মধ‌্যে ১৫ আগস্ট সবচেয়ে বর্বরোচিত। যে অধ্যায় দীর্ঘ দিন অমীমাংসিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার হত্যার সেই কালো অধ্যায় বহুদিন বয়ে বেড়াতে হয়েছে বাঙালি জাতিকে। আজ জাতির কাঁধ থেকে সে কালো অধ্যায় নামানোর সুযোগ এসেছে। আজ রাতেই হতে পারে ঘাতক শাহারিয়ারসহ বঙ্গবন্ধু পরিবারের পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর। সে আবেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সমগ্র বাঙালি জাতির মধ্যে। এমন ভাবনা থেকে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু ও হিন্দোল রায় প্রমুখ। ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়