ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিজাব নিয়ে বক্তব‌্য, হ‌্যাকারের কবলে আমব্রিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৮ আগস্ট ২০২১   আপডেট: ১৮:৫৮, ৮ আগস্ট ২০২১
হিজাব নিয়ে বক্তব‌্য, হ‌্যাকারের কবলে আমব্রিন

লাক্সতারকা-অভিনেত্রী আমব্রিনা সার্জিন আমব্রিন। বিয়ের পর কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় সবার নজর কাড়লেও অনেক দিন ধরে মিডিয়া থেকে দূরে রয়েছেন।

গত ৩১ জুলাই মিডিয়া থেকে দূরে থাকার কারণ ব‌্যাখ‌্যা করেন আমব্রিন। পাশাপাশি হিজাব পরা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কথাও জানান তিনি। ঠিক এর পরের দিনই হ‌্যাকড হয় তার ফেসবুক অ‌্যাকাউন্ট ও ব‌্যবসায়ীক পেজ। তবে এখন তা পুনরায় নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

শনিবার (৭ আগস্ট) এক স্ট‌্যাটাসে আমব্রিন বলেন, ‘হিজাব পরা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর (১ আগস্ট) আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছিল। আমি ফেসবুকে নিয়মিত নই। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করি না। আবার লাইক, কমেন্টস ও ফলোয়ার সংখ্যা নিয়েও চিন্তা করি না। আমার কয়েকজন কাছের মানুষ ফেসবুকে আছেন বলেই এখানে যুক্ত থাকি।’

মানুষ যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সঠিক পথে থাকলে আল্লাহ তার পাশে থাকবেন। বিষয়টি উল্লেখ করে আমব্রিন বলেন, ‘গত তিন বছর ধরে আমি মিডিয়ায় অনুপস্থিত। তাই আমার জীবনের দুটি পয়েন্ট (সন্তান ও ইসলামিক জীবন যাপন) সেদিন শেয়ার করেছিলাম। আমি জানি না, হ্যাকার কেন আমার প্রোফাইল হ্যাক করেছিল। তবে তারা আমার জীবন ও বিজনেস পেজ অতিষ্ঠ করে তোলার চেষ্টা করেছিল। হ‌্যাকার ভাই-বোনেরা জেনে রাখুন, আমার সংগ্রাম, যন্ত্রণা, জীবনকে সহজ করার জন্য আল্লাহ তায়ালা সর্বদা ছিলেন, আছেন। যতক্ষণ সঠিক পথে আছি, ততক্ষণ কেউ আমার ক্ষতি করতে পারবেন না।’

এর আগে মিডিয়া ছাড়ার কারণ ব‌্যাখ‌্যা করে আমব্রিন বলেন, ‘আমায়ার একদিন বয়স থেকে জীবনের সঙ্গে লড়ছিল। ওই সময়ে আল্লাহর কাছে তার জীবন চেয়েছিলাম আর মিডিয়ার কাজ ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম। পাশাপাশি হিজাব পরা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং হারাম কোনো কাজ না করার প্রতিজ্ঞা করেছিলাম। এখন সত‌্যি আমি সুখী! আমার মেয়ের দিকে তাকিয়ে দেখুন, সে আমাদের সঙ্গে আছে। আমি আমার প্রতিজ্ঞা রাখার সবরকম চেষ্টা করছি।’

কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে বেশ কিছু দিন প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন আমব্রিন। ২০১৭ সালের ৪ নভেম্বর পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০১৮ সালের ২৩ জুন, কন্যাসন্তানের মা হন আমব্রিন। মেয়ের নাম রেখেছেন তাহজিব আমায়া চৌধুরী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়