ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন থিয়েটারে ডিপজল

প্রকাশিত: ১৩:৪৭, ৯ আগস্ট ২০২১   আপডেট: ১৩:৫১, ৯ আগস্ট ২০২১
অপারেশন থিয়েটারে ডিপজল

চোখের সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আজ সকালে তার ডান চোখে অপারেশন হয়েছে বলে জানান তার ঘনিষ্ঠজন জাকির হোসেন।

জাকির রাইজিংবিডিকে বলেন, ‘ডিপজল ভাই বেশ কিছুদিন হলো চোখের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তার ডান চোখে লেন্স পড়ানো হয়েছে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য এর আগে এই অভিনেতার বাম চোখেও লেন্স পড়ানো হয়।

দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও পরিচিত। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচিত হন।

ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে।  ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সিনেমাগুলো মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়