ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতাল ছাড়লেন সায়রা বানু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৬ সেপ্টেম্বর ২০২১  
হাসপাতাল ছাড়লেন সায়রা বানু

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। রোববার (৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পিঙ্কভিলা ডটকম।

দিলীপ কুমার-সায়রা বানুর পারিবারিক বন্ধু এবং মুখপাত্র ফয়সাল ফারুকী পিটিআইকে বলেন, ‘সায়রাজিকে হিন্দুজা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন এবং ভালো আছেন। আপনারা সবাই দোয়া করবেন।’

আরো পড়ুন:

গত ২৮ আগস্ট শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপজনিত সমস‌্যা নিয়ে হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়। এ সময় ডা. নিতিন গোখলে টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, ‘তিনি এখন ভালো আছেন।’

ছোটবেলা থেকেই দিলীপ কুমারের ভক্ত ছিলেন সায়রা বানু। ‘ঝুক গায়া আসমান’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিলীপ কুমার। বিয়ের সময় এই অভিনেতার বয়স ছিল ৪৪, অন্যদিকে সায়রা বানুর ২২ বছর।

গত ৭ জুলাই না ফেরার দেশে চলে যান কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুর আগে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলিউডের ট্র্যাজিডি কিং। স্বামীর পাশে থেকে তার সেবা করেছেন সায়রা বানু। শেষ সময়েও হাসপাতালে দিলীপ কুমারের পাশে ছিলেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়