বিয়ের আসরে গুরু এন্ড্রু কিশোরকে স্মরণ করে কাঁদলেন শিষ্য
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নন্দিত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে ‘গুরু’ মান্য করতেন মোমিন বিশ্বাস। দেশের গানের জগতে তিনি এন্ড্রু কিশোরের শিষ্য হিসেবে পরিচিত। বিয়ের আসরে গুরুকে স্মরণ করে চোখের পানি ফেলেছেন মোমিন।
গতকাল ১০ সেপ্টেম্বর ছিল মোমিনের বিয়ের আনুষ্ঠন। এ দিন তার কণ্ঠে ঝরেছে আক্ষেপ। অনুষ্ঠানে দেশবরেণ্য অনেক শিল্পী উপস্থিত থাকলেও এন্ড্রু কিশোরের অনুপস্থিতি তাকে ব্যথিত করেছে। ‘গুরুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলাম’ উল্লেখ করে মোমিন বলেন, ‘আমার এ বেদনার শেষ নেই। আজ এখানে অনেকেই আছেন। কিন্তু চোখজোড়া শুধু তাকেই খুঁজছে।’
মোমিন বিশ্বাস বিয়ে করেছেন ক্ষুদে গানরাজের নোশিন তাবাসসুম স্মরণকে। গানের অনুষ্ঠানে দুজনের পরিচয় ও কাছাকাছি আসা। সেই সম্পর্ক এবার বিয়েতে গড়ালো।
মোমিন-স্মরণের বিয়েতে আশীর্বাদ জানাতে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সাবিনা ইয়াসমিনম, চিত্রনায়িকা অঞ্জনা, বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ, গায়িকা সামিনা চৌধুরীসহ অনেকে।
উল্লেখ্য এন্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই পরপারে পাড়ি জমিয়েছেন।
ঢাকা/রাহাত সাইফুল