ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

গ্লোবাল কালচারাল ফেস্টে রিচি, ভিসা জটিলতায় আটকে আছে স্বপ্ন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:২০, ১২ সেপ্টেম্বর ২০২১

‘গ্লোবাল কালচারাল ফেস্ট ২০২১’-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সামি সাদিকিন চৌধুরী রিচি। মেলডি স্টার ও রিদমিক হিলস বিভাগে মোট ২৩ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন‌্য নির্বাচিত হয়েছেন। মেলডি স্টার বিভাগটি মূলত একক গানের প্রতিযোগিতা। আর এতে সেরা ১৩ জনের মধ‌্যে বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন রিচি।

ভারতের ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ২ অক্টোবর বিশ্ববিদ‌্যালয়টির মেঘালয় ক‌্যাম্পাসে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত আসর। কিন্তু ভিসা জটিলতায় থমকে আছে রিচির স্বপ্ন।

এতদিন ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও চূড়ান্ত পর্বে সশরীরে উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে হবে প্রত‌্যেক প্রতিযোগীকে। কিন্তু এখনো ভিসা পাননি রিচি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এই সংগীতশিল্পী বলেন—‘বিশ্বব‌্যাপী করোনা সংকট চলছে। কিন্তু আমার ভারতে যাওয়ার ভিসা প্রয়োজন। নানাভাবে চেষ্টা করছি, এখনো ভিসা পাইনি। জানি না যাওয়া হবে কিনা, একটা অনিশ্চয়তার মধ‌্যে আছি।’

কেন ভিসা পাচ্ছেন না? এমন প্রশ্নের উত্তরে রিচি বলেন, ‘ভিসার বিষয়ে যোগাযোগ করে জানতে পারি, সিনোফার্মের টিকা নিলে হবে না। পরে দিনাজপুর জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে অ্যাস্ট্রোজেনেকা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছি। এখনো দ্বিতীয় ডোজ বাকি রয়েছে। ইন্ডিয়ান ভিসা হেল্প লাইনে ফোন করেছিলাম, তারা জানিয়েছেন—এই মুহূর্তে শুধু বেনাপুল পোর্টটা খোলা আছে। যারা চিকিৎসার জন‌্য যাবেন, তারা এটি ব‌্যবহার করতে পারবেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগ করতে বললেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন নাম্বারও আমার কাছে নেই। আসলে এখন কী করব তা বোঝে উঠতে পারছি না।’

ইউনিভার্সিটি অব এশিয়া প‌্যাসিফিকে আইন বিষয়ে পড়াশোনা করছেন রিচি। তার প্রথম বর্ষ চলছে। বিশ্ববিদ‌্যালয়টির আরেক শিক্ষার্থীর মাধ‌্যমে এই প্রতিযোগিতার খবর জানতে পারেন তিনি। এ বিষয়ে রিচি বলেন, ‘আমার বিশ্ববিদ‌্যালয়ের এক বড় ভাই এই প্রতিযোগিতার কথা আমাকে জানান। পরে ওয়াটসআপে আমার প্রথম ভিডিও গ্লোবাল কালচারাল ফেস্টে পাঠাই। এর দুদিন পরে ফিরতি মেসেজে আয়োজকরা জানান, আমি সিলেক্টেড। এরপর প্রথম রাউন্ডের জন‌্য তারিখ জানানো হয়। নির্ধারিত তারিখে ভার্চুয়ালি অংশগ্রহণ করি এবং গান পরিবেশন করি। এতে আমি সিলেক্ট হই। দ্বিতীয় রাউন্ড ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সর্বশেষ ফাইনাল রাউন্ডের জন‌্য নির্বাচিত হই।’

এ প্রতিযোগিতা নিয়ে রিচি বলেন, ‘আমি ছোটবেলা থেকে সেভাবে গানের তালিম পাইনি। স্বাভাবিকভাবে গানের ব‌্যাকরণ যে খুব একটা শিখতে পেরেছি, তা বলব না। এই প্রতিযোগিতায় ভারতের শিল্পীরা এত ভালো করছেন যে, আমি ওদের সামনে কিছুই না! আমি এখন টপ থার্টিনে আছি, সেখান থেকে টপ ৫-৬ হবো বলে আশা করছি। বাকিটা দেখা যাক।’

রিচি শিস বাজিয়ে যেমন সুর তুলতে পারেন, তেমনি জল তরঙ্গে তার দক্ষতা রয়েছে। জল তরঙ্গ বাজানোও কারো কাছে শিখেননি। রিচি বলেন—‘গত বছর লকডাউন শুরু হওয়ার কারণে আমার বিশ্ববিদ‌্যালয় বন্ধ হয়ে যায়। ওই সময়ে অনলাইনেও ক্লাশ ছিল না। সত‌্যিকার অর্থে পড়াশোনার কোনো চাপ ছিল না। স্রেফ বাসায় বসে ছিলাম। এই সময়টা কীভাবে উপভোগ করা যায় সেই চেষ্টা করছিলাম। ইউটিউব, ফেসবুক স্ক্রল করে সময় কাটাতাম। এ সময় একটি ভিডিও চোখে পড়ে, তাতে দেখি বিনদেশি একজন শিল্পী অনেকগুলো বাটিতে পানি নিয়ে স্টিক বা চামচ দিয়ে সুর তুলছেন। এটা আমার দারুণ লাগে। পরে চেষ্টা শুরু করি। প্রথম দিন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল কাজটি পারব না কিন্তু লেগেছিলাম। চেষ্টা করতে করতে সফল হই।’

রিচির মা ছোটবেলায় গান শিখেছিলেন আর মায়ের হাত ধরেই তার গানের শুরু। মায়ের সুবাদে তাদের বাসায় হারমোনিয়াম ছিল, তা দিয়েই হাতেখড়ি তার। পরে গানের স্কুলে ভর্তি করানোর চিন্তা করেন রিচির মা। কিন্তু রিচির দাদা বাড়ির লোকজন নাচ-গান খুব একটা পছন্দ করেন না। যার কারণে আর গানের স্কুলে ভর্তি হওয়া হয়নি তার। সেই স্মৃতিচারণ করে রিচি বলেন, ‘ওই পরিস্থিতিতে মা বলেন, গান কিংবা নাচের স্কুলে ভর্তি করালে যেহেতু অশান্তি হবে তাহলে দরকার নাই। বরং বাসায় টুকটাক শিখো। পরে আমাদের বাসার পাশের বাসায় থাকতেন হুমায়রা পারভীন রিতা নামে এক আপু। তিনি চ‌্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অষ্টম পজিশনে ছিলেন। এই আপুর কাছে ক্লাশ ফোর থেকে দশম শ্রেণি পর্যন্ত গান শিখি। এছাড়া অন‌্য কোথাও আমার গানের তালিম নেওয়ার সুযোগ হয়নি।’

গান নিয়ে স্বপ্ন দেখেন রিচি। পড়াশোনার পাশাপাশি গান চালিয়ে যেতে চান। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি গান নিয়ে আগানোর ইচ্ছে আছে। টিভিসি, শর্ট ফিল্মেও যদি নিজের ভয়েস দিতে পারি খুব ভালো লাগবে। নতুন নতুন গান কাভার করতে চাই।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ