ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সায়মন তারিকের ‘লজ্জা’

প্রকাশিত: ১৯:০২, ১৯ সেপ্টেম্বর ২০২১  
সায়মন তারিকের ‘লজ্জা’

চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। ‘সফর’ নামে এই ধারাবাহিকের প্রতি পর্বের আলাদা আলাদা নাম রয়েছে। এ পর্যন্ত ‘স্বামী-স্ত্রী ও সে’, ‘বন্ধন’, ‘লজ্জা’ ও ‘আর পারছি না’ পর্বের শুটিং শেষ করেছেন। সম্প্রতি রাজধানীর অদূরে আমিন বাজার মুধুমতি মডেল টাউনে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন সাব্বির আহমেদ, আফফান মিতুল, আমান রেজা, তানিয়া রিতু, রিপন খান, ঈশিতা, ছোঁয়া মনি, শাওন আশরাফ, আশফাক নওশের ও শুভ্র খান। চিত্রগ্রহণে রয়েছেন মাসুদ পারভেজ সবুজ।

আরো পড়ুন:

পরিচালক সায়মন তারিক বলেন, ‘‘ভালো ভালো গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই দীর্ঘ ধারাবাহিক নাটক। মূল ধারাবাহিকের নাম ‘সফর’ কিন্তু প্রতি পর্বের আলাদা আলাদা নাম রয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

অভিনেতা সাব্বির আহমেদ বলেন, ‘সায়মন তারিক ভাই একজন ভালো মানের চলচ্চিত্র নির্মাতা। তার সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। ধারাবাহিকের গল্পগুলো অসাধারণ।’

এ নাটকের অন‌্যতম অভিনেত্রী তানিয়া রিতু। তিনি বলেন, ‘পরিচালক সায়মন তারিক ভাইয়ের সাথে আমার কাজ করতে খুবই ভালো লেগেছে। গল্পের রসায়নটা ভালো ছিল, আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়