ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো নাটকে ক্রিকেটার জাভেদ ওমর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২০ সেপ্টেম্বর ২০২১  
আবারো নাটকে ক্রিকেটার জাভেদ ওমর

জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। ২০১৯ সালে ক্রিকেট নিয়ে নির্মিত ‘বাইশ গজের ভালোবাসা’ শিরোনামের নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এবার এই ক্রিকেটারকে দেখা যাবে ‘মাশরাফি জুনিয়র’ নাটকে। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আসফিদুল হক। আর সংলাপ রচনা করেছেন মো. মারুফ হাসান। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

দীপ্ত টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হচ্ছে নাটকটি। আজকের পর্বে দেখা যাবে ক্রিকেটার জাভেদ ওমরকে। নাটকের নামে মাশরাফি থাকলেও এটি বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফির জীবনী নয়। এতে ‘জুনিয়র মাশরাফি’ অর্থাৎ মণি চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী সাফানা নমনি।

আরো পড়ুন:

‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’—মাশরাফি জুনিয়র। আলিয়াকে বিদায় করে বাড়িটা নিয়ন্ত্রণে নেয় সোহানা; তবে জন্ম দেয় আরেক সন্দেহের। সোহানার ভয়ে বাসার মতো অফিসেও রুনাকে সমীহ করার ভান করে সাদিক। অ্যাকাডেমিতে চান্স পাবার লড়াইয়ে মণি আয়ানের দল সেলিব্রেটি ক্রিকেটার জাভেদ ওমরের মুখোমুখি হয় অলস্টার ক্লাবের। ওদিকে দাদাভাইয়ের অস্ত্র কারখানায় ঝামেলা পাকানোর চেষ্টা করে মানিক। সোহানার ফন্দি ধরা আর মাঠের চ্যালেঞ্জ, দুটোতেই কি মণি সফল হতে পারবে? এ প্রশ্ন রেখে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়