ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান: সুমন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:০০, ২৪ সেপ্টেম্বর ২০২১

সার্জারি টেবিল আর হাসপাতালের বিছানায় আটকে ছিলেন ব‌্যান্ড অর্থহীনের সুমন। জনসমুদ্রের সামনে গিটার হাতে দাঁড়াতে দেখা যায় না তাও বহুদিন। বিরতি ভেঙে নিরেট জীবনবোধের গল্প গানে গানে বললেন বেজবাবা সুমন। ‘বয়স হলো আমার’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে মুক্তি পেয়েছে।

এ গান নিয়ে বেজবাবা সুমন বলেন—‘গানটিতে কোনো বেজ সোলো নেই, ভয়ঙ্কর লিড নেই, ড্রামসের ক্যারিকেচার নেই! মহানের খুব সুন্দর বাজানো অ্যাকোস্টিক গিটারের ওপর খুব সাদামাটাভাবে আমার গাওয়া লিরিকনির্ভর গান এটি।’

এ গান রচনার প্রেক্ষাপট ব‌্যাখ‌্যা করে সুমন বলেন, ‘এটি আমার ধীরে ধীরে বয়স বেড়ে যাবার গান, এটি আমার গত দুবছরের প্রায় পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকার গান, এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান, এটি আমার রাতের পর রাত প্রচণ্ড ব্যথায় চিৎকার করার গান, পরিশেষে এটি আমার সব বাধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান।’

সুমনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পর দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা। সাদিকুল হক তুহিন লিখেছেন, ‘উফ! আগের সেই গলা।’ হৃদয় লিখেছেন, ‘এই গানের মানে হচ্ছে বাঁচতে হবে, গান শুনতে হবে গান গাইতে হবে; ভালোবাসতে হবে নিজেকে-পৃথিবীকে, বাঁচাতে হবে মুচকি হাসি আর মানে সুখ অথবা খুশি।’ আরেকজন লিখেছেন, ‘কিসের বয়স হয়েছে? আপনি এখনো অদ্ভুত সেই তরুণ, চিরকাল থাকবেন আমাদের অন্তরে।’

থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়ে আসছেন অর্থহীন ব‌্যান্ডের গায়ক সুমন। প্রায় সাত মাস আগে সেখানে চিকিৎসার জন‌্য গিয়েছিলেন। পরে দুবাইয়ের মেডিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন পর গত ৬ আগস্ট দেশে ফিরেন সুমন।

তিন বছর আগে ক্যানসারের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই গায়ক। তখন থেকে ক্যানসারের সঙ্গে যোগ হয়েছে নতুন সমস্যা। ক্যানসার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়