ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

পুনিত রাজকুমার আর নেই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৯ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:১১, ২৯ অক্টোবর ২০২১
পুনিত রাজকুমার আর নেই

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

প্রাথমিকভাবে জানা যায়, শুক্রবার জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ‌্যাটাক হয় পুনিতের। দ্রুত তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটির চিকিৎসক রঙ্গনাথ নায়েক ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন—‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বুকে ব‌্যথা নিয়ে হাসপাতালে আসেন পুনিত। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই তার শারীরিক অবস্থা খারাপ ছিল। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। ’ 

পুনিতের মৃত‌্যু খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমেছে ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সোশ‌্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন তারকা। এ তালিকায় রয়েছেন—চিরঞ্জীবী, লক্ষ্মী মঞ্চু, মহেশ বাবু, সুধীর বাবু, দুলকার সালমান, পূজা হেগড়ে, সনু সোদ প্রমুখ।

পুনিত রাজকুমার কন্নড় সিনেমার বরেণ‌্য অভিনেতা রাজকুমারের পুত্র। মাত্র ৬ মাস বয়সে প্রথম বড় পর্দায় পা রাখেন পুনিত। এরপর শিশুশিল্পী হিসেবে অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। শিশুশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।

২০০২ সালে ‘আপু’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পুনিত। তারপর অনেক ব‌্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। কন্নড় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অন‌্যতম এই অভিনেতার উল্লেখযোগ‌্য চরচ্চিত্র হলো—‘অভি’, ‘ভীরা কানাড়িগা’, ‘আকাশ’, ‘অজয়’, ‘অঞ্জনি পুত্রা’ প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়