সংগীতশিল্পী কেকের জনপ্রিয় ১০ গান (ভিডিও)
বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। গতকাল সন্ধ্যায় কলকাতায় একটি স্টেজ শোয়ে পারফর্ম করার সময়ে অসুস্থ হয়ে পড়েন; হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। বাহরুদ্ধ হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা জন্মায় কেকের। অনেকটা সংগ্রামের পর নিজের স্থায়ী আসন গড়তে সক্ষম হন শ্রোতাদের হৃদয়ে। সংগীত ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি, মালায়ালাম, ওড়িশাসহ নানা ভাষার গান কণ্ঠে তুলেছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। প্লেব্যাক সিঙ্গার হিসেবে দারুণ খ্যাতি কুড়ান এই শিল্পী। কেকের জনপ্রিয় ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
কেকের প্রথম অ্যালবাম ‘পল’। ১৯৯৬ সালে প্রকাশিত হয় এটি। এ অ্যালবামের অন্যতম শ্রোতাপ্রিয় গান ‘পেয়ার কা পল’।
২০০৩ সালে মুক্তি পায় সুজয় ঘোষ পরিচালিত ‘ঝংকার বিটস’ সিনেমা। এ সিনেমার জনপ্রিয় গান ‘তু আশিকি হ্যায়’। এ গানের শিল্পী কেকে।
মোহিত সুরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘ও লামহে’। ২০০৬ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার জনপ্রিয় একটি গান ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’। এ গান কণ্ঠে তুলে মুগ্ধতা ছড়িয়েছেন কেকে।
সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’। ১৯৯৯ সালে মুক্তি পায় এটি। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমার জনপ্রিয় গান ‘তাড়াপ তাড়াপ’। গানটিতে কণ্ঠ দেন কেকে।
শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত আলোচিত সিনেমা ‘ওম শান্তি ওম’। ২০০৭ সালে মুক্তি পায় সিনেমাটি। ফারাহ খান পরিচালিত এ সিনেমার ‘আঁখো মে তেরি’ গানটি জনপ্রিয়তা লাভ করে। এ গানের শিল্পী কেকে।
ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত সিনেমা ‘জান্নাত’। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেন কোনাল দেশমুখ। এ সিনেমার ‘জারা সা দিল মে দে জাগা’ শিরোনামের গানটি দারুণ শ্রোতাপ্রিয় হয়। এ গানের গর্বিত শিল্পী কেকে।
হৃতিক রোশান অভিনীত সিনেমা ‘কাইটস’। ২০১০ সালে মুক্তি পাওয়া এ সিনেমা পরিচালনা করেন অনুরাগ বসু। এ সিনেমার জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পল কি’। এ গানের কণ্ঠশিল্পী কেকে।
ইমরান হাশমি-সোহা আলী খান অভিনীত সিনেমা ‘তুম মিলে’। কোনাল দেশমুখ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০০৯ সালে। সিনেমাটির জনপ্রিয় গান ‘দিল ইবাদত’-এ কণ্ঠ দেন কেকে।
কঙ্গনা রাণৌত অভিনীত সিনেমা ‘লাইফ ইন অ্যা মেট্টো’। অনুরাগ বসু পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। সিনেমাটির শ্রোতাপ্রিয় গান ‘আলবিদা’-এর কণ্ঠশিল্পী কেকে।
শাহরুখ খান-ঐশ্বিরয়া রাই বচ্চন আলোচিত সিনেমা ‘দেবদাস’। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা নির্মাণ করেন সঞ্জয় লীলা বানসালি। সিনেমাটির দারুণ শ্রোতাপ্রিয় গান ‘দোলা রে দোলা’। এ গানের পুরুষ শিল্পী কেকে।
ঢাকা/শান্ত