ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই নূপুরের পক্ষে সরব কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৭ জুন ২০২২  
সেই নূপুরের পক্ষে সরব কঙ্গনা

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় পণ্য বর্জন করেছে মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশ। বিশেষত সৌদি আরব, ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো মুসলিম দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিনদালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। সমালোচনার মুখে নূপুর শর্মাকে সাময়িক আর জিন্দালকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিজেপি।

আরো পড়ুন:

এদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ইনস্টাগ্রাম স্টোরিতে এ অভিনেত্রী বলেন—‘নূপুর তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন; তাকে লক্ষ্য করে সবরকম হুমকি দেওয়া হচ্ছে। হিন্দু ধর্মের দেবতাদের অপমান করা হলে আমরা আদালতে যাই। দয়া করে এই কাজটি করুন; নিজেকে ডন হিসেবে দেখানোর প্রয়োজন নেই। এটি আফগানিস্তান না। এখানে কার্যকরী একটি সরকার রয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত। যারা এটা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্যই এই পোস্ট।’

কিছুদিন আগে হিজাব ইস্যুতে মুখর হয়ে উঠেছিল ভারত। সে সময়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন কঙ্গনা। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন—‘এটা ইরাক, ৫০ বছরের কম সময়ের মধ্যে বিকিনি থেকে এটা বোরকার দেশে পরিণত হয়েছে। আপনি যদি সাহস দেখাতে চান তবে আফগানিস্তানে বোরকা না পরে দেখান। মুক্ত হতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না। আপনার স্বাধীনতা উপভোগ করুন।’ 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়