ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিয়ার মা হতে যাওয়ার খবর দেখে ‘ক্লান্ত’ ঋদ্ধি সেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৮ জুন ২০২২   আপডেট: ১৫:০৯, ২৮ জুন ২০২২
আলিয়ার মা হতে যাওয়ার খবর দেখে ‘ক্লান্ত’ ঋদ্ধি সেন

বিয়ের আড়াই মাস না পেরুতেই আলিয়া ভাট জানিয়েছেন, মা হতে যাচ্ছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়ার পর আলোচনার শীর্ষে চলে আসেন আলিয়া। এ নিয়ে বিভিন্নভাবে খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এই চর্চার ঘোর বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রজন্মের অভিনেতা ঋদ্ধি সেন। তার ভাষায়—‘রণবীর আর আলিয়ার সন্তান হওয়া নিয়ে কচকচি বন্ধ হোক। রণবীরের খালু কী বললেন, আলিয়ার মায়ের কাকার প্রপিতামহের চোখে কতটা আবেগের জল, ঋষি কাপুর আবার আয়তনে ছোট হয়ে ফিরে আসার চেষ্টা করছেন কিনা, এই সন্তানের জন্ম ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বক্স অফিসে কয়েকটা শূন্য বাড়াতে পারবে কিনা, করন জোহর ‘কাকু’ ইতোমধ্যে নবজাতকের পৃথিবীতে ‘লঞ্চ’ হবার আগেই তার রুপালি পর্দায় ‘লঞ্চ’-এর চিত্রনাট্য লিখছেন কিনা, একজন আবির্ভূত হতে না হতেই কোন জোত্যিষী ২০২৪ সালে আরো একটি সন্তান হওয়ার গণনা করে ফেলেছেন, এই শিশুটি জীবনে বাণিজ্যিক সাফল্য ও পরিবারে কতটা সুখ আনবে ইত্যাদির মতো হাজারটা হেডলাইন দেখে ক্লান্ত লাগে।’

আরো পড়ুন:

যেকোনো তারকার ঘটনা নিয়ে সারা দিনের চর্চা ঋদ্ধির কাছে বিরক্তিকর? এ প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঋদ্ধি সেন বলেন, ‘টলি-বলি-হলি সব তারকাদের জন্যই আমার এই বক্তব্য। তারকাদের ব্যক্তিজীবন ব্যক্তিগতই থাক না! অহেতুক এত মাতামাতির আদৌ কি কোনো প্রয়োজন আছে?’

অনেক নেটিজেন আলিয়ার মা হতে যাওয়ার খবরে বিরক্তি প্রকাশে করেছেন। তাদের দাবি—‘একুশ শতকে এক তারকার একটি ঘটনা নিয়ে সারা দিন জানতে কারো ইচ্ছা করে না।’ এরকম একাধিক পোস্ট ঋদ্ধির চোখে পড়েছে। এ অভিনেতার ভাষায়, ‘সাধারণ মানুষ আমাদের থেকেও সচেতন; যথেষ্ট অনুভূতিসম্পন্ন। এ সব বিষয়ে সবাই সজাগ।’

ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেনের। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো: ‘ইতি মৃণালিনী’, ‘কাহানি’, ‘চিলড্রেন অব ওয়ার’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়