ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফের মহেশ ভাটকে আক্রমণ করে কঙ্গনার পোস্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:১৪, ৫ সেপ্টেম্বর ২০২২
ফের মহেশ ভাটকে আক্রমণ করে কঙ্গনার পোস্ট

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ২০০৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ নির্মাতার হাত ধরে রুপালি জগতে পা রাখলেও বিভিন্ন সময়ে তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। ফের মহেশ ভাটকে কটাক্ষ করলেন কঙ্গনা।

রোববার (৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিও ক্লিপ শেয়ার করেন কঙ্গনা। প্রথম ক্লিপের সঙ্গে কঙ্গনা লিখেন—‘মহেশজি চুপচাপ গল্প-কথার ছলেই হিংসার ইন্ধন দিচ্ছেন’। দ্বিতীয় ক্লিপে এ অভিনেত্রী জানান, মহেশ ভাটের আসল নাম আসলাম। তা জানিয়ে কঙ্গনা লিখেন, ‘তার (মহেশ ভাট) আসল নাম আসলাম। দ্বিতীয়বার বিয়ে করার (সোনি রাজদানের সঙ্গে) জন্য ধর্মান্তরিত হন। এত সুন্দর নামটা লুকোনোর দরকার কী ছিল?’

ধর্মান্তরিত হওয়ার পর আসল নাম ব্যবহার করাই উচিত। অন্য কোনো ধর্মের প্রতিনিধিত্ব করার প্রয়োজন নেই বলে মনে করেন কঙ্গনা।

২০২০ সালে মেয়ে পূজা ভাটের সিনেমা করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় কঙ্গনাকে অপমান করেছিলেন মহেশ। তা নিয়েও অভিযোগ করেন কঙ্গনা।

আপাতত ‘ইমার্জেন্সি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। ১৯৭৫-১৯৭৭ সাল ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ সময়। তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এ অবস্থার মূল পরামর্শদাতা ছিলেন ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

জরুরি অবস্থার ঘোষণা আদপে ঠিক নাকি ভুল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে সেই সময় ঘটা নানা ঘটনা ‘ইমার্জেন্সি’ সিনেমায় তুলে ধরতে চান কঙ্গনা। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়