ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো জয়-মৌমিতা 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১ অক্টোবর ২০২২   আপডেট: ১৮:২৮, ১ অক্টোবর ২০২২
আবারো জয়-মৌমিতা 

বর্তমান সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী ও মৌমিতা মৌ জুটি বেঁধে ‘অন্তর জ্বালা’ সিনেমায় অভিনয় করেন। ২০১৭ সালের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতীর পরে এবার গুণী নির্মাতা ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় তাদের আবার দেখা যাবে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেন এই নির্মাতা। 

সম্প্রতি ‘আহারে জীবন’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মৌমিতা মৌ ও জয় চৌধুরী। চলতি মাসের ১৬ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু করা হবে বলে জানান ছটকু আহমেদ। তিনি বলেন, ‘সিনেমাটিতে নায়ক ফেরদৌসের বোনের চরিত্রে অভিনয় করবেন মৌমিতা মৌ। সিনেমাটিতে জয় চৌধুরীর বিপরীতে মৌমিতাকে দেখা যাবে।’

এদিকে সরকারি অনুদানে সিনেমাটিতে ফেরদৌস ও পূর্ণিমা জুটিকেও দেখা যাবে। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এর গল্প রচনা করেছেন ছটকু আহমেদ। ‘আহারে জীবন’ সিনেমাতে পূর্ণিমাকে দেখা যাবে দোলা চরিত্রে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়