ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, ক্ষমা চাইলেন সোনালি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৯ মার্চ ২০২৩  
নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, ক্ষমা চাইলেন সোনালি

ভারতের দর্শকপ্রিয় অভিনেত্রী সোনালি কুলকার্নি। অভিনয়ে এখন খুব একটা সরব নন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় নারীদের নিয়ে সোনালি বলেন—‘পয়সাওয়ালা স্বামী খোঁজেন ভারতীয় নারীরা।’ তারপর বিষয়টি জোর চর্চায় পরিণত হয়।

এরই মধ্যে এ বিষয়ে কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি দিয়েছেন সোনালি। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘এত প্রতিক্রিয়া পেয়ে আমি অভিভূত। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সংবাদমাধ্যমকে, যারা আমার সঙ্গে যোগাযোগ রেখে পুরো বিষয়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেছেন। একজন নারী হয়ে অন্য নারীর অনুভূতিতে আঘাত করতে চাইনি। বরং আমি বহুবার নারীদের সমর্থনে কথা বলেছি, নারী হওয়ার অর্থ কী সেটা বলেছি। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করে মতামত জানিয়েছেন, সেটা আমার সমালোচনা হোক কিংবা প্রশংসা। আশা করি, আগামীতে আমরা আরো বেশি নিজেদের ভাবনা শেয়ার করতে পারব।’

সোনালির বক্তব্যে যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে এই অভিনেত্রী বলেন— ‘আমি আমার বক্তব্যের মাধ্যমে কাউকে যদি আঘাত করে থাকি, তাহলে মন থেকে ক্ষমা চাইছি। আমি কোনো শিরোনামে আসতে চাইনি। আমি মনে-প্রাণে বিশ্বাস করি জীবন সুন্দর। আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আমি এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছি।’

সোনালির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ অন্তর্জালে ভাইরাল হয়েছে। এ ভিডিওতে সোনালি কুলকার্নি বলেন, ‘ভারতে এমন অনেক নারী আছেন যারা এমন প্রেমিক বা স্বামী চান যাদের ভালো চাকরি আছে, বাড়ি আছে, যার মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু এমন পুরুষকে বিয়ে করলে সে নিজে কী করবে— এই প্রশ্ন নিজেকে করার সাহস সেই নারীদের থাকে না।’

নারীর তুলনায় পুরুষদের উপর রোজগার করার চাপ বেশি থাকে। অনেক ছেলের ১৮ বছর বয়স হতে না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে ২৫-২৭ বছর বয়স পর্যন্ত অনেক নারী কাজ করার কথা ভাবেনই না। এসব কথা উল্লেখ করে সোনালি বলেন— ‘আমি সবাইকে উপদেশ দেব, আপনি আপনার বাড়ির নারীদের উৎসাহ দিন, যাতে সে তার নিজের খরচ নিজে বহন করতে পারে এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারে।’

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়