ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়েবিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন ইমরানের স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২২ মার্চ ২০২৩   আপডেট: ১৫:২১, ২২ মার্চ ২০২৩
বিয়েবিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন ইমরানের স্ত্রী

‘জানে তু ইয়া জানে না’খ্যাত অভিনেতা ইমরান খান। ২০১৯ সালে গুঞ্জন ওঠে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর অবন্তিকার মা বন্দনা মালিক জানান, এ জুটির বিবাহবিচ্ছেদ হচ্ছে না।

তারপর দীর্ঘ সময় কেটে গেছে। সময়ের সঙ্গে ইমরান-অবন্তিকার বিচ্ছেদের আলোচনায় ভাটা পড়ে। তবে পিংকভিলা জানিয়েছে, বিয়েবিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন তারা। এবার অবন্তিকা নিজেই বিয়েবিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন।

আরো পড়ুন:

মূল বিষয় হলো, অবন্তিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জনপ্রিয় গায়িকা মাইলি সাইরাসের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে লিখেছেন— ‘তার জন্য বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত সেরা ছিল।’ ২০২০ সালে অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিচ্ছেদ হয় মাইলি সাইরাসের।

এখানেই শেষ নয় অবন্তিকা এ ভিডিওর নিচে লিখেন, ‘শুধু তারই নয়… এমনি বলছি।’ অবন্তিকার এই পোস্ট সামনে আসার পর ইমরানের সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। তবে কী কারণে এই পোস্ট করেছেন অবন্তিকা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তিনি।

কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইমরান। তাদের একটি ভিডিওকে কেন্দ্র করে এ গুঞ্জন ভেসে বেড়ায়।

অবন্তিকার সঙ্গে ইমরানের দূরত্ব বাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে এর আগে অবন্তিকার মা বন্দনা মালিক বলেছিলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কিছু মত-পার্থক্যের সৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলো সমাধান হবে।’

দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। এরপর ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়।

ইমরান খানের আরেক পরিচয় তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে কঙ্গনা রাণৌতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখিয়েছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়