ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব খানের মুখোমুখি পূজা!

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৪৫, ২৫ মার্চ ২০২৩
শাকিব খানের মুখোমুখি পূজা!

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেন পূজা চেরি। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার কিং খানের মুখোমুখি হচ্ছেন পূজা। আসছে ঈদে শাকিব খান অভিনীত ‘লিডার- আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে। অন্যদিকে ঈদে পূজা অভিনীত ‘জ্বীন’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে।  

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমায় পূজার নায়ক আব্দুন নূর সজল। পূজার ভাষ্য, সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিল ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করবো। একজন সিনেমাপ্রেমী কিংবা একজন অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে। শুরু করেছি রোম্যান্টিক গল্পের সিনেমা ‘নূরজাহান’ ও ‘পোড়ামন ২’ দিয়ে। যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে। এরপর ‘দহন’ ও ‘প্রেম আমার ২’ করলাম। এই দুটি সিনেমা করার পর ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে। এতে তখন আমি একটু অবাক হয়েছিলাম। কারণ, ভৌতিক সিনেমার প্রতি আমার আলাদা ভালো লাগা আছে।

পূজা বলেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা রাখছি আমার ভালোবাসার এবং প্রিয় দর্শকরা এই চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবেন।’

নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’-এ পূজা-সজল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন, সুজাতা প্রমুখ।

অন্যদিকে তরুণ নির্মাতা তপু খান পরিচালিত ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। 

 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়