ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০০ পর্বে ‘বউ শাশুড়ি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২১ মে ২০২৩   আপডেট: ১৩:০০, ২১ মে ২০২৩
৫০০ পর্বে ‘বউ শাশুড়ি’

আকাশ রঞ্জন নির্মিত ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’। রোববার (২২ মে) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটির ৫০০তম পর্ব প্রচার হবে।

টিপু আলম মিলনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। টিপু আলম মিলন বলেন, ‘আগামীকাল নাটকটির ৫০০তম পর্ব প্রচার হবে। আমার লেখা এ নাটক দর্শক গ্রহণ করেছেন, জনপ্রিয়তা পাওয়ায় খুব ভালো লাগছে। আগামীতেও এ জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’

আরো পড়ুন:

নাটকটির গল্প প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, ‘মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়ে আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ-শাশুড়ির সম্পর্ক এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে? মায়ের না স্ত্রীর? সংসারে শুরু হয় প্রতিযোগিতা, দ্বন্দ্ব, অশান্তি। এমন ঘটনা অনেক পরিবারের মধ্যেই বিরাজমান।’

‘অথচ শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করতো তাহলে এমন অশান্তি আর দেখা যেত না। শাশুড়ি নিজের মেয়েকে রাজরানী এবং ছেলে বউকে চাকরানী মনে করেন। তারা যদি সবাইকে সমান চোখে দেখতেন তাহলে আর এমন হতো না। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা।’ বলেন মিলন।  

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, শেলী আহসান, রিয়া চৌধুরী, প্রাণেশ চৌধুরী, আমিন আহমেদ, শফিক খান দিলু, সায়কা আহমেদ, অনামিকা, গুলশান আরা প্রমুখ।

সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে নাটকটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়