ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো সবুজ সংকেত পাইনি: ফেরদৌস

প্রকাশিত: ১৬:১২, ৪ জুন ২০২৩   আপডেট: ১৬:৩০, ৪ জুন ২০২৩
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো সবুজ সংকেত পাইনি: ফেরদৌস

গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুর কারণে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

ফারুকের মৃত্যুর পর এ আসনের সংসদ সদস্য হওয়ার জন্য একাধিক নাম শোনা যাচ্ছিলো। এর মধ্যে অন্যতম নায়ক ফেরদৌস। শোনা যাচ্ছে, ফারুকের আসন থেকেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ফেরদৌস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

অভিনেতা বলেন, নির্বাচনের বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। আরও দু-তিন দিন পর হয়তো বলা যাবে। কারণ, এখনও বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাইনি।

চিত্রনায়ক আরও বলেন, তবে নির্বাচন করি বা না করি আমি তো দলের সঙ্গে সবসময়ই আছি। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। এতটুকু বলব, নির্বাচনের জন্য আমি প্রস্তুত। আর প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করব।
ঢাকা/রাহাত
 

রাহাত/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়