ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ বছর পর অক্ষয়কে বিয়ে করার কারণ জানালেন টুইঙ্কেল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৯ জুন ২০২৩   আপডেট: ১৪:১৫, ১৯ জুন ২০২৩
২২ বছর পর অক্ষয়কে বিয়ে করার কারণ জানালেন টুইঙ্কেল

বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। একটি পত্রিকার ফটোশুট করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন। তারপর সময় গড়ানোর সঙ্গে মজবুত হতে থাকে এ জুটির সম্পর্ক। ২০০১ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের ২২ বছর।

অক্ষয়-টুইঙ্কেল দম্পতি দারুণ সময় পার করছেন। দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যার খবর বাইরে আসেনি। টুইঙ্কেল কেন অক্ষয়ের প্রেমে পড়েছিলেন? কেন অক্ষয়কে বিয়ে করেছেন? এ প্রশ্ন অনেকের মনে জাগলেও কখনো এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি এ দম্পতিকে। হঠাৎ এ বিষয়ে মুখ খুললেন টুইঙ্কেল খান্না।

আরো পড়ুন:

অক্ষয়ের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে টুইঙ্কেল খান্না লিখেছেন— ‘অক্ষয়কে বিয়ে করার বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে অন্যতম হলো আমি জানতাম অক্ষয় খুব ভালো বাবা হবে। আমি দেখেছি ও কীভাবে পরিবারের যত্ন নেয়।’  

‘আমার আশা ছিল, আমার ছেলে-মেয়েরা যেন বংশগত এই গুনটি পায়। আর পঞ্চাশ বছরের এই মানুষটাকে যখন দেখি আর ভাবি, আমার ছেলে-মেয়েরা ভাগ্যবান হবে যদি সত্যিই ওর কাছ থেকে কিছু পায়। অক্ষয় সব সময় নিজের পরিবারকে নিজের চেয়েও বেশি প্রাধান্য দেয়।’ বলেন টুইঙ্কেল খান্না।

স্ত্রীর প্রশংসাসূচক পোস্টটি অক্ষয়ের দৃষ্টি এড়ায়নি। কমেন্ট বক্সে তিনিও স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। পাশাপাশি ছেলে-মেয়েদের আরো বেশি বই পড়তে দেওয়ার পরামর্শ স্ত্রীকে দেন অক্ষয়।

২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে জন্ম তার। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়