ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বক্স অফিসে ঝড় তোলা কম বাজেটের ৬ বলিউড সিনেমা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৩
বক্স অফিসে ঝড় তোলা কম বাজেটের ৬ বলিউড সিনেমা

ভারতের সীমানা পেরিয়ে বলিউড সিনেমার খ্যাতি ছড়িয়েছে বিশ্বব্যাপী। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও অনেক সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমার মধ্যে বেশ কিছু সিনেমা মুক্তির পর আলোচনায় উঠে আসে। কারণ অল্প বাজেটে নির্মিত এসব সিনেমা বক্স অফিস দাপিয়ে বেড়ায়। এমন কিছু বলিউড সিনেমা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

কেরালা স্টোরি
সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। গত ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় বিতর্কিত এই সিনেমা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি। সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ২৫ কোটি রুপি। তবে বিতর্ক মাথায় নিয়েই বক্স অফিসে ঝড় তুলে এটি। সিনেমাটি বিশ্বব্যাপী ৩০১ কোটি রুপি আয় করে।

ওএমজি টু
অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি টু’। অমিত রায় পরিচালিত এ সিনেমা গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অক্ষয় কুমার যখন পরপর ব্যর্থতার গ্লানি নিয়ে বিপর্যস্ত, ঠিক তখন এ সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। ৬৫ কোটি রুপি ব্যয়ে সিনেমাটি নির্মিত হয়। বিশ্বব্যাপী এটি মোট আয় করে ২২০ কোটি রুপি। অক্ষয় ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামী গৌতম, অরুণ প্রমুখ।

ড্রিম গার্ল টু
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ড্রিম গার্ল টু’। রাজ শান্ডিল্য পরিচালিত এ সিনেমায় নারী রূপে পর্দায় হাজির হন আয়ুষ্মান। গত ২৫ আগস্ট ভারতের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় এটি। দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৩৮ কোটি রুপি।

ফুকরে থ্রি
মৃগদীপ সিং লাম্বা নির্মিত সিনেমা ‘ফুকরে থ্রি’। কমেডি ঘরানার এ সিনেমা গত ২৮ সেপ্টেম্বর মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং ও রিচা চাড্ডা। সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলে এটি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১২৭ কোটি রুপি।

জারা হটকে জারা বাঁচকে
সারা আলী খান-ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’। লক্ষ্মন উতরেকার পরিচালিত এ সিনেমা গত ২ জুন মুক্তি পায়। দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও দাপিয়ে বেড়ায় এটি। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১১৫ কোটি রুপি।

স্যাম বাহাদুর
মেঘনা গুলজার নির্মিত সিনেমা ‘স্যাম বাহাদুর’। ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবন অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৫ কোটি রুপি। ২৫ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১১৬.৮৫ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ