ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২৫, ২৫ জানুয়ারি ২০২৪
বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা!

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে একপ্রকার ভুলতে বসেছেন দর্শকরা। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এরপর থেকে বড় পর্দায় দেখা মেলেনি তার। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তা-ও সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন তিনি।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘‘গতকাল (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের একটি স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতি জিনতাকে। মূলত, ‘লাহোর ১৯৪৭’ সিনেমার জন্য লুক টেস্ট দিতে এই স্টুডিওতে গিয়েছিলেন প্রীতি। সম্ভবত, এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরবেন তিনি। সিনেমাটিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী।’’ 

আরো পড়ুন:

তবে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি প্রীতি জিনতা। 

‘লাহোর ১৯৪৭’ সিনেমা পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। আগামী ১২ ফেব্রুয়ারি দৃশ্যধারণের কাজ শুরু হবে। এজন্য মুম্বাইয়ে সেট নির্মাণের কাজ চলছে।

এবারই প্রথম নন, এর আগেও বেশ ক’টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সানি দেওল ও প্রীতি জিনতা। এ জুটির অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘হিরো: লাভ স্টোরি আ স্পাই’, ‘ভাইয়াজি সুপারহিট’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়