ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

সিনেমার ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির, জানালেন প্রাক্তন স্ত্রী কিরণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৪
সিনেমার ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির, জানালেন প্রাক্তন স্ত্রী কিরণ

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের।

আমির খান বিরতিতে যাওয়ার কারণ হিসেবে জানিয়েছিলেন— পরিবারের সঙ্গে সময় কাটাতে বিরতি নিচ্ছেন তিনি। দীর্ঘ সময় পর আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও দিলেন ভিন্ন তথ্য। তার মতে, আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ভেঙে পড়েছিলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ রাও বলেন, ‘সর্বাত্মক চেষ্টা করার পরও যখন সেটি কাজ না করে তখন এটি সত্যি খুব হতাশাজনক। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ক্ষেত্রে তাই ঘটেছিল। আর এটি আমিরকে গভীরভাবে প্রভাবিত করেছিল।’   

এক ঘটনার বর্ণনা দিয়ে কিরণ রাও মিড ডে-কে বলেন, ‘‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আমি এবং আমির উপস্থিত ছিলাম। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর সেখানেই আমাদের প্রথম দেখা হয়। আমি তার মুখ দেখেছি। আমি দেখেছি সে কীভাবে আমার দিকে তাকিয়ে আছে; সেই চেহারায় ক্ষমাপ্রার্থনা ও বেদনা ছাপ ছিল।’’

‘‘আমরা একসঙ্গে বড় বড় সিনেমা উপহার দিয়েছি। যেমন— ‘থ্রি ইডিয়টস’ (২০০৯), ‘তালাশ’ (২০১২)। কিন্তু আপনি কি এটা জানেন? এটা কোনো বিষয় না। পরে আমি আমির ও পরিচালককে দীর্ঘ একটি চিঠি (হোয়াটসঅ্যাপ) লেখি। তাতে আমি বলি, একটি সিনেমার ফলাফলের উপরে আমাদের সম্পর্ক এবং মেধা নির্ভর করে না।’’

হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। আমির খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন— কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। এটি পরিচালনা করেন অদ্বৈত চন্দন।

আমির-কিরণ রাও প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ২০২২ সালের ১১ আগস্ট মুক্তি পায়। এরপর থেকেই দর্শক-সমালোচকদের নেতিবাচক মন্তব্য পেয়েছে এটি। এছাড়া মুক্তির আগে সিনেমাটি বয়কটের ডাক দেয় নেটিজেনদের একাংশ। ফলাফল বক্স অফিসে মাত্র ৬০ কোটি রুপি আয় করে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়