ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

জাহারা মিতুর ‘তুই আমার না পাওয়া ভালোবাসা’

প্রকাশিত: ১৭:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪  
জাহারা মিতুর ‘তুই আমার না পাওয়া ভালোবাসা’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার রানারআপ মডেল-অভিনেত্রী জাহারা মিতু। সঞ্চালনা ও মডেলিংয়ের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন তিনি। এদিকে লেখালেখিতেও বেশ মনোযোগী। গত বছর বইমেলায় তার প্রথম বই প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় চলতি বছরের বইমেলায় আসছে মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ।

‘তুই আমার না পাওয়া ভালোবাসা’ শিরোনামের বইটি ১৯ ফেব্রুয়ারি থেকে মেলায় পাওয়া যাবে বলে জানিয়েছেন জাহারা মিতু। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে এটি। এ নিয়ে মিতু তার ফেসবুকে লেখেন, ‘অবশেষে উন্মোচন হতে যাচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তুই আমার না পাওয়া ভালোবাসা।’ এবারের বইমেলার সার্বিক অবস্থা দেখে অনেকটা দোটানায় ছিলাম বই প্রকাশ করব কিনা। অসুস্থ সামাজিকতা আমাকে কখনই টানে না। তবে সব দোলাচল শেষে একজন সাধারণ লেখক সত্ত্বার সাধারণ কিছু সময় এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে বইটির আত্মপ্রকাশ জরুরি ছিল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে আমাদের প্রিয় দেশ প্রকাশনীর ৪৭৮, ৪৭৯, ৪৮০ নং স্টলে। আশা করছি, বইমেলায় শিগগির দেখা হবে।’

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের বই প্রকাশের অনুভূতি জানিয়ে মিতু বলেন, ‘আসলে এ এক অন্যরকম অনুভূতি। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব। কবিতা আমার জন্য আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ঘিরে। জীবনে আসা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। যে কবির তৃতীয় চক্ষু যতটা শক্তিধর, সে তার পাঠকের অনুভূতি ততটাই ভালোভাবে বুঝতে পারে। কাউকে ভালোবাসা প্রকাশ করতে একটি কবিতা পাঠিয়ে দেখুন, ভালোবাসার প্রকাশটাই ভিন্ন হবে।’

‘সারাজীবন কেটেছে বই পড়ে অথবা লেখালেখি করে। ভাবতাম লেখাই একমাত্র ডকুমেন্ট যার মাধ্যমে মানুষ ততদিন বেঁচে থাকে পৃথিবীতে তার মৃত্যুর পর শেষ বইটিও যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকে। জানি না কীভাবে নায়িকা হয়ে গেছি। মিডিয়ায় হুট করেই আসা, হুট করেই জীবনের সবচেয়ে বড় বাঁক। তবে লেখক হওয়ার ইচ্ছা আজীবনের। সেই স্বপ্ন থেকেই একটু একটু এগিয়ে যাওয়া। ভালো লাগে যখন নিজের স্বপ্নপূরণ হতে দেখি।’ বলেন জাহারা মিতু।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়