ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই প্রেমিককে বিয়ে করলেন রাকুল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪
সেই প্রেমিককে বিয়ে করলেন রাকুল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেমিককে বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার বরের নাম জ্যাকি ভাগনানি। বুধবার (২১ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, ভারতের দক্ষিণ গোয়ার একটি হোটেলে বসেছিল রাকুল-জ্যাকির বিয়ের আসর। সিন্ধি ও পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

এরই মধ্যে বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছেন রাকুল, সঙ্গে ফ্লোরাল কাজ করা দুপাট্টা মাথায়। পাশাপাশি পরেছেন গোলাপি রঙের চুড়ি, মানানসই গলার হার, কানের দুল, টিকলি। অন্যদিকে জ্যাকির পরেছেন আইভরি রঙের শেরওয়ানি। মাথায় সাদা রঙের পাগড়ি।

২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর বিভিন্ন জায়গা তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। সর্বশেষ প্রযোজক জ্যাকির গলায় মালা পরালেন রাকুল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়