ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

তাদের কপালের টিপ কেন এলোমেলো?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৫ মার্চ ২০২৪   আপডেট: ১২:৪৯, ১৫ মার্চ ২০২৪
তাদের কপালের টিপ কেন এলোমেলো?

কপালের টিপ নারীর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। যদিও নারীর টিপ নিয়ে দলাদলি রয়েছে। শ্রী বৃদ্ধি করা টিপটি যদি নারীর কপালের সঠিক জায়গা থেকে বিচ্যুত হয়, তবে শ্রী কখনো কখনো বিশ্রীতে রূপ নেয়। আবার কখনো কখনো প্রশ্নেরও জন্ম দেয়।

সম্প্রতি বাংলাদেশের বেশ কজন বড় বড় তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তাদের কপাল থেকে বিচ্যুত হয়েছে টিপ। যেমন— একটি ছবিতে দেখা যায়, জয়ার পরনে টি-শার্ট। মাথার চুলগুলো ছেড়ে দেওয়া। মুখে হালকা মেকআপ। কপালে লাল রঙের টিপ। কিন্তু টিপটি যথাস্থানে নেই।

রাফিয়াথ রশীদ মিথিলা ও নুসরাত ইমরোজ তিশাকে জয়ার মতো একই রূপে দেখা যায়। কিন্তু কপালের টিপটি কেন সঠিক জায়গায় নেই? এটি ভুলবশত ঘটেছে নাকি পরিকল্পিত? ভুল করে এমন ছবি তুলেননি তিন তারকার কেউ-ই। শুধু এই তিন তারকাই নন, আরো অনেক নারী-ই এমন লুকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তারা সবাই পরিকল্পিতভাবে কাজটি করেছেন।

জয়া আহসান তার ছবির ব্যাখ্যা দিয়ে লেখেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছেন। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি। আর #OddDotSelfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।’

রাফিয়াত রশীদ মিথিলা ও নুসরাত ইমরোজ তিশা একই বার্তা একটু ভিন্ন ভাষায় দিয়েছেন। মিথিলা ব্যাখ্যা করে ছবির ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। প্রতি বছর ক্রমেই নারী নির্যাতনের এই হার বেড়েই চলেছে। কিন্তু সেই অনুপাতে সবাই মিলে প্রতিবাদ করছে না। কারণ আমাদের সমাজে নারীদের শেখানো হয় চুপচাপ নীরবে সহ্য করতে। কিন্তু এভাবে আর কতদিন? আমরা চাই এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। প্রতিবাদের মাধ্যমে বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা।’

প্রতিবাদের ভাষা হিসেবে টিপ বেছে নেওয়া হয়েছে। তা উল্লেখ করে মিথিলা লেখেন, ‘নারী নির্যাতনের প্রতিবাদে ‘Odd Dot Selfie’ নামে আমরা একটি উদ্যোগ নিয়েছি। যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছি নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের টিপ। আপনারাও #OddDotSelfie তুলে সোশ্যাল মিডিয়ায় যোগ দিন এই প্রতিবাদে।’

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়