ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসহায় প্রবাসী প্রেমিকের গল্প নিয়ে নাটক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৬ মার্চ ২০২৪   আপডেট: ১৫:২০, ২৬ মার্চ ২০২৪
অসহায় প্রবাসী প্রেমিকের গল্প নিয়ে নাটক

টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এই দূরত্বের কারণ।

প্রবাস জীবন থেকে ফেরা অসহায় এক প্রেমিকের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তুই আমারই’ নাটক। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

আরো পড়ুন:

নাটকটিতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।

নাটকট প্রসঙ্গে পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়