ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দীঘি

প্রকাশিত: ১৬:০৯, ১৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:১৬, ১৭ এপ্রিল ২০২৪
প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।  বিভিন্ন সময় তাকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠে। বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমে গুঞ্জন ছড়ায়। 

এ প্রসঙ্গে মুখ খুলেছেন দীঘি। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রসঙ্গে দীঘি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’ 

কারো সঙ্গে প্রেম করছেন না জানিয়ে দীঘি বলেন, ‘এটা আমার দ্বারা আসলে সম্ভব না।’ 

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে দীঘির ভাষ্য, ‘সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন। দিন শেষে আমার কাজ আসছে। বছরে দুই-তিনটা হলেও আসছে। এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট। ওখানে ট্রোলিং হোক বা যা–ই হোক, আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’

মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়। দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে।’ 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়