ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে রাখিকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২২ মে ২০২৪   আপডেট: ১৩:১৭, ২২ মে ২০২৪
হাসপাতালে রাখিকে হত্যার হুমকি

কয়েক দিন আগে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সফল অস্ত্রোপচার হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় হত্যার হুমকি পেলেন রাখি। বিতর্কিত এ অভিনেত্রীর প্রাক্তন স্বামী রীতেশ এ অভিযোগ করেছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রীতেশ বলেন, ‘আমি সবকিছুই প্রকাশ করব। তার আগে সব প্রমাণ হাতে পেয়ে নিই। আমি কাউকে ভয় পাই না। আমি লোকটির নাম প্রকাশ করব, তার আগে প্রমাণগুলো হাতে আসুক। শুধু এটুকু বলতে চাই, যারা আমাদের শুভাকাঙ্ক্ষীর ভান করেছেন, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত। এই ব্যক্তি কে, সে বিষয়ে জানাব। ঘটনাটি পুলিশকে জানিয়েছি। আমরা মিডিয়া ট্রায়াল চাই না। কারণ এটি রাখির নিরাপত্তার সঙ্গে জড়িত। মানুষ তাকে কষ্ট দিচ্ছে। তাকে হত্যার হুমকি দিয়েছে।’

আরো পড়ুন:

হত্যার হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাখির আইনজীবী ফাল্গুনী ব্রাহ্মভাট। টাইমস নাউকে তিনি বলেন, ‘রাখি যেখানে সাক্ষাৎকার দেন, সেই রাস্তার ওপরে তাকে তারা মেরে ফেলার হুমকি দিয়েছে।’

কিছু দিন আগে পেট ও বুক ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন রাখি সাওয়ান্ত। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, তার জরায়ুতে বড় আকৃতির টিউমার। সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়