ঢাকা     সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১

প্রকাশ্যে ‘পুষ্পা টু’ সিনেমার বাংলা গান (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৯ মে ২০২৪   আপডেট: ২০:৫২, ২৯ মে ২০২৪
প্রকাশ্যে ‘পুষ্পা টু’ সিনেমার বাংলা গান (ভিডিও)

ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। আপাতত ‘পুষ্পা: দ্য রুল’ বা ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। শোনা যাচ্ছে, অন্য ভাষার মতো বাংলা ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি। এবার ‘পুষ্পা টু’ সিনেমার নতুন গান প্রকাশ পেলো। তবে তেলেগু নয়, গানটির বাংলা ভার্সন মুক্তি পেয়েছে।

বুধবার (২৯ মে) ‘টি-সিরিজ বাংলা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘আগুনের’ শিরোনামের গানটি। ‘আগুনের’ বা ‘দ্য কাপল সং’ শিরোনামের এ গানের কথা লিখেছেন কলকাতার শ্রীজাত ব্যানার্জি। মিউজিক করেছেন দেবী শ্রী প্রসাদ। কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল।

আরো পড়ুন:

গানের ভিডিওতে সিনেমার মূল দৃশ্য দেখানো হয়নি। বরং শুটিংয়ের বিভিন্ন দৃশ্য যেমন রয়েছে, তেমনি এ গানের শুটিংয়ের নানা দৃশ্যও রাখা হয়েছে। গানটি শুনে প্রশংসা করছেন নেটিজেনরা। দীপা লেখেছেন, ‘শ্রেয়া ঘোষালের কণ্ঠে এককথায় অসাধারণ একটা গান। গানটা প্রতিটা বিয়ে বাড়িতে বাজবে আমি নিশ্চিত।’ আরেকজন লেখেন, ‘হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় মোট ছয়টি ভাষায় শ্রেয়ার এই গান শুনলাম। সবগুলোই মনে হয়েছে, শ্রেয়া ঘোষাল তার মাতৃভাষায় গেয়েছেন। অসাধারণ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

‘পুষ্পা’ সিনেমার চেয়ে ‘পুষ্পা টু’ আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় আরো অভিনয় করছেন— ফাহাদ ফসিল, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়