ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঋতুপর্ণাকে তলব করেছে ইডি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৩০ মে ২০২৪   আপডেট: ১২:৩৬, ৩০ মে ২০২৪
ঋতুপর্ণাকে তলব করেছে ইডি

ঋতুপর্ণা

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের তথ্য পাওয়া গেছে। কিন্তু কী কারণে এই তথ্য লেনদেন হয়েছে সেই তথ্য জানতে ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঋতুপর্ণা আমেরিকায় রয়েছেন। ই-মেইলে তাকে তলব করা হয়েছে। ৫ জুন তাকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। এ নিয়ে ঋতুপর্ণা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। 

উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাসে ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালিকাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। কারণ তার আগে বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। এই সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে যোগাযোগ ছিল ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়